Sunday, September 25, 2011

উইন্ডোজের হারানো সিরিয়াল নম্বর

উইন্ডোজ ইন্সটলের পর সিরিয়াল নম্বর হারিয়ে গেলে পুনরায় উইন্ডোজ সেটআপের সময় ঝামেলায় পড়তে হয়। অথচ সিরিয়াল নম্বরটি উইন্ডোজ তার রেজিস্ট্রিতে সংরক্ষণ করে রাখে। যেকোন সময় ইচ্ছা করলেই সিরিয়াল নম্বর দেখা যায়। উইন্ডোজের সিরিয়াল নম্বর দেখার জন্য-

1. Start থেকে Run-এ ক্লিক করে Regedit লিখে OK করুন।

2. Registry Editor খুললে HKEY_LOCAL_MACHINE থেকে Software-এ ক্লিক করুন।

3. এরপর Microsoft>Windows>CurrentVersion-এ যাওয়ার পর ডান দিকের অংশে স্ক্রল করে নিচের দিকে গেলে Product কোড অর্থাৎ উইন্ডোজের সিরিয়াল নম্বর পাওয়া যাবে।

4. এবার উইন্ডোজের Product কোড অর্থাৎ সিরিয়াল নম্বর পাওয়া গেলে নিরাপদ কোন জায়গায় লিখে রাখুন।

No comments:

Post a Comment

Pages

Popular Posts