Sunday, September 25, 2011

রান কমান্ডের যত ব্যবহার (Run Command)!!

আমরা যারা Windows ব্যবহার করি তারা অনেকেই রান সম্পর্কে কম-বেশি জানি। কোন প্রোগ্রামকে সহজে চালু করতে Start থেকে Run (Windows + R চেপে) গিয়ে উক্ত প্রোগ্রামের সংক্ষিপ্ত রূপ লিখে OK করলেই সেই প্রোগাম চালু হয়। যদিও বেশিরভাগ প্রোগ্রামই সরাসরি চালু করা যায়। নিচে দরকারি বেশ কিছু রান কামন্ডের (উইন্ডোজ এক্সপি) সংক্ষিপ্ত সংকেত দেওয়া হলো।


১. একসেসিবিলিটি কন্ট্রোলস - access.cpl
২. একসেসিবিলিটি উইজার্ড - accwiz
৩. এড হার্ডওয়্যার উইজার্ড - hdwwiz.cpl
৪. এড/রিমুভ প্রোগ্রামস - appwiz.cpl
৫. এডমিনিষ্ট্রিটিভ টুলস - control admintools
৬. অটোমেটিকস আপডেট - wuaucpl.cpl
৭. ব্লু-টুথ ফাইল ট্রান্সেফার উইজার্ড - fsquirt
8. ক্যালকুলেটর - calc
৯. সার্টিফিকেটস - certmgr.msc
১০ ক্যারেকটার ম্যাপ - charmap

১১. চেক ডিক্স (ডস) - chkdsk
১২. ক্লিপবোর্ড ভিউয়ার - clipbrd
১৩. কমান্ড প্রোম্পট - cmd
১৪. কম্পোনেন্ট সার্ভিস - dcomcnfg
১৫. কম্পিউটার ম্যানেজমেন্ট - compmgmt.msc
১৬. কন্ট্রোল প্যানেল - control
১৭. ইউজার একাউন্টস - control userpasswords2
১৮. ডেট এন্ড টাইমস - timedate.cpl
১৯. ডি.ডি.ই শেয়ার্স - ddeshare
২০. ডিভাইস ম্যানেজার - devmgmt.msc
২১. ডাইরেক্ট এক্স - dxdiag
২২. ডিক্স ক্লিনআপ - cleanmgr
২৩. ডিক্স ডিফ্রাগমেন্ট - dfrg.msc
২৪. ডিক্স ম্যানেজমেন্ট - diskmgmt.msc
২৫. ডিক্স পার্টিশন ম্যানেজার - diskpart
২৬. ডিসপ্লে প্রোপার্টিস - control desktop
২৭. ডিসপ্লে প্রোপার্টিস - desk.cpl
২৮. ড: ওয়াটসন ফর উইন্ডোজ - drwtsn32
২৯. ড্রাইভার ভেরিফায়ার ম্যানেজার - verifier
৩০. ইভেন্ট ভিউয়ার-eventvwr.msc
৩১. ফাইল এন্ড সেটিংস ট্রান্সেফার টুল - migwiz
৩২. ফাইল সিগ্নেচার ভেরিফিকেশন টুল - sigverif
৩৩. ফাইন্ড ফার্ষ্ট findfast.cpl
৩৪. ফোল্ডার প্রোপার্টিস - control folders
৩৫. ফন্টস - control fonts
৩৬. ফন্টস ফোল্ডার - fonts
৩৭. গেম কন্ট্রোলারস - joy.cpl
৩৮. গ্রুপ পলিসি এডিটর - gpedit.msc
৩৯. হেল্প এন্ড সাপোর্ট - helpctr
৪০. হাইপারটার্মিনাল - hypertrm
৪১. আই.এক্সপ্রেস উইজার্ড - iexpress
৪২. ইনডেক্সসিং সার্ভিস - ciadv.msc
৪৩. ইন্টারনেট কানেক্‌শন উইজার্ড - icwconn1
৪৪. ইন্টারনেট এক্সপ্লোরার - iexplore
৪৫. ইন্টারনেট প্রোপার্টিস - inetcpl.cpl
৪৬. কীবোর্ড প্রোপার্টিস - control keyboard
৪৭. লোকাল সিকিউরিটি সেটিংস - secpol.msc
৪৮. লোকাল ইউজারস এন্ড গ্রুপস - lusrmgr.msc
৪৯. উইন্ডোজ লগঅফ - logoff
৫০. মাইক্রোসফট ওয়ার্ড - msword
৫১. মাইক্রোসফট চ্যাট - winchat
৫২. মাইক্রোসফট মুভি মেকার - moviemk
৫৩. এমএস পেইন্ট - mspaint
৫৪. মাইক্রোসফট সিনক্রোনাইজেশন টুল - mobsync
৫৫. মাউস প্রোপার্টিস -control mouse
৫৬. মাউস প্রোপার্টিস - main.cpl
৫৭. নেট মিটিং - conf
৫৮. নেটওয়ার্ক কানেকশনস - control netconnections
৫৯. নেটওয়ার্ক কানেকশনস - ncpa.cpl
৬০. নেটওয়ার্ক সেটআপ উইজার্ড - netsetup.cpl
৬১. নোটপ্যাড - notepad
৬২. অবজেক্ট পেজ মেকার - packager
৬৩. ওডিবিসি ডাটা সোর্স এডমিনিস্ট্রেটর - odbccp32.cpl
৬৪. অন স্ক্রিন কীবোর্ড - osk
৬৫. আউটলুক এক্সপ্রেস - msimn
৬৬. এমএস পেইন্ট - pbrush
৬৭. পাসওয়ার্ড প্রোপার্টিস - password.cpl
৬৮. পারফরমেন্স মনিটর - perfmon.msc
৬৯. পারফরমেন্স মনিটর - perfmon, timedate.cpl
৭০. ফোন এন্ড মডেম অপশনস - telephon.cpl
৭১. ফোন ডায়ালার - dialer
৭২. পাওয়ার কনফিগারেশন - powercfg.cpl
৭৩. প্রিন্টারস এন্ড ফ্যাক্স - control printers
৭৪. প্রিন্টারস ফোল্ডার - printers
৭৫. রিজিউনাল সেটিংস - intl.cpl
৭৬. রেজিষ্ট্রি এডিটর - regedit
৭৭. রেজিষ্ট্রি এডিটর - regedit32
৭৮. রিমোট একসেস ফোনবুক - rasphone
৭৯. রিমোট ডেক্সটপ - mstsc
৮০. রিমুভাল স্টোরেজ - ntmsmgr.msc
৮১. রিমুভাল স্টোরেজ অপারেটর রিকোয়েষ্ট - ntmsoprq.msc
৮২. রেজাল্টেন্ট সেট অপ পলিসি - rsop.msc
৮৩. স্ক্যানার এন্ড ক্যামেরা - sticpl.cpl
৮৪. শিডিউল টাস্ক - control schedtasks
৮৫. সিকিউরিটি সেন্টার - wscui.cpl
৮৬. সার্ভিসেস - services.msc
৮৭. শেয়ার্ড ফোল্ডার - fsmgmt.msc
৮৮. উইন্ডোজ শার্ট ডাউন করা - shutdown
৮৯. সাউন্ডস এন্ড অডিও - mmsys.cpl
৯০. সিস্টেম কনফিগারেশন এডিটর - sysedit
৯১. সিস্টেম কনফিগারেশন ইউটিলিটি - msconfig
৯২. সিস্টেম ইনফোমেশন - msinfo32
৯৩. সিস্টেম প্রোপার্টিস - sysdm.cpl
৯৪. টাস্ক ম্যানেজার - taskmgr
৯৫. টিসিপি টেষ্টার - tcptest
৯৬. টেলনেট ক্লাইন্ট - telnet
৯৭. ইউজার একাউন্ট ম্যানেজার - nusrmgr.cpl
৯৮. ইউটিলিটি ম্যানেজার - utilman
৯৯. উইন্ডোজ এড্রেস বুক - wab
১০০. উইন্ডোজ এড্রেস বুক ইমপোর্ট ইউটিলিটি - wabmig
১০১. উইন্ডোজ এক্সপ্লোরার - explorer
১০২. উইন্ডোজ ফায়ারওয়াল - firewall.cpl
১০৩. উইন্ডোজ ম্যাগনিফায়ার - magnify
১০৪. উইন্ডোজ ম্যানেজমেন্ট - wmimgmt.msc
১০৫. উইন্ডোজ মিডিয়া প্লেয়ার - wmplayer
১০৬. উইন্ডোজ ম্যাসেঞ্জার - msmsgs
১০৭. উইন্ডোজ সিস্টেম সিকিউরিটি টুলস - syskey
১০৮. আপডেট লাঞ্চ - wupdmgr
১০৯. উইন্ডোজ ভার্সন - winver
১১০. উইন্ডোজ এক্সপি টুর - tourstart
১১১. ওয়ার্ড প্যাড - write

সলিটেয়ার গেমস - SOL
ফ্রিসেল গেমস - FREECELL
ফাই্ল প্যাকেজ - IEXPRESS
পেইন্ট - MSPAINT
মাইন সুইপার গেমস - WINMINE
মাইক্রোসফট ফ্রন্ট পেইজ - FRONTPG
মাইক্রোসফট আউটলুক এক্সপ্রেস - OUTLOOK
মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট - POWERPNT
এমএস ওয়ার্ড চালানোর জন্য - Winword
এমএস এক্সেল চালানোর জন্য - Msaccess
Dos Based FTP Client Open-এর জন্য - FTP
yahoo.com visit-এর জন্য(এভাবে যেকোন website-এ যাওয়া যাবে ) - http://www.yahoo.com


বি:দ্র: কম্পিউটারের Windows/Winnt ফোল্ডারের মধ্যকার এবং System ফোল্ডারের মধ্যকার যেকোন ফাইল/ফোল্ডারের নাম Run-এ লিখে এন্টার করলে সেটা সরাসরি খুলে যাবে।

1 comment:

Pages

Popular Posts